তথাকথিত কোনও রাজনৈতিক দল ও মতের সঙ্গে থাকেননি কখনও। আজও থাকতে চান না। তবে, সময় ও সমাজের সঙ্গে কথা বলেন। তাঁর নিরলস কথা বলার অস্ত্র তাঁর রংতুলি। বিজ্ঞানে ধর্মবাজের দখলদারি কি সম্ভব না হওয়া উচিৎ? প্রশ্ন তুললো কৃষ্ণজিৎ এবং তাঁর ছবি।
by সুমিত দাস | 02 September, 2023 | 1040 | Tags : Hindu Chand Chandrayan 3